ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:পবিত্র রমজান মাসে উপলক্ষে ‘কুরআনিক কুইজ -২০২৫’ এর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (১১ মার্চ) নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টির ঘোষণা দেয় সংগঠনটি। সেখানে প্রতিযোগিতাটি সম্পর্কে বিস্তারিত বলা হয়।
প্রতিযোগিতার জন্য নির্ধারিত সিলেবাস হলো সূরা দোহা থেকে সূরা নাস এবং সূরা ইউসুফ। পরীক্ষাটি ১০০ নম্বরের হবে, যেখানে নৈর্ব্যক্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। পরীক্ষার সময় ১ ঘণ্টা, এবং এতে সূরার নামকরণ, নাজিলের প্রেক্ষাপট, বিষয়বস্তু ও আয়াতের অনুবাদ নিয়ে প্রশ্ন করা হবে। নেগেটিভ মার্কিং নেই।
পরীক্ষাটি অনলাইনে অনুষ্ঠিত হবে ২৫ রমাদান, বুধবার, দুপুর ২.০০টায়। বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার—প্রথম স্থান অর্জনকারী পাবেন নগদ ৩,০০০ টাকা, দ্বিতীয় স্থান ২,০০০ টাকা, তৃতীয় স্থান ১,০০০ টাকা এবং চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত বিজয়ীরা ৫০০ টাকা করে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট পাবেন।
উল্লেখ্য, ধর্মতত্ত্ব অনুষদ ও আরবি সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয় বলে জানান তারা।