সোমনাথ সেন শুভ, পটিয়া প্রতিনিধিঃ পটিয়ার ধলঘাটস্থ সিদ্ধপীঠ সাধু তারাচরণ সিদ্ধাশ্রম প্রাঙ্গণে শ্রীমৎ তারাচরণ পরমহংসদেবের ১৪৬তম আবির্ভাব তিথি উপলক্ষে দুই দিনব্যাপী উৎসব শুরু হচ্ছে আজ, ১৩ মার্চ বৃহস্পতিবার ।
উৎসবের প্রথম দিনটি শুরু হবে ব্রাহ্মমুহূর্তে ঊষা কীর্তন সহকারে মঙ্গলময় প্রভাতফেরী দিয়ে। এছাড়া, আজকের অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে শ্রীশ্রী চণ্ডীপাঠ, শ্রীশ্রী গীতাপাঠ, ধর্মীয় সংগীতাঞ্জলি, সাধুবাবা-সাধুমা’র জীবনী আলোচনা এবং মহানামযজ্ঞের অধিবাস কীর্তন।
এছাড়া, ১৪ মার্চ (শুক্রবার) অনুষ্ঠিত হবে দিবারাত্রি মহানামযজ্ঞ এবং সাধুবাবা’র শ্রীভোগ ও মহাপ্রসাদ বিতরণ।
উৎসবে সকলের উপস্থিতি কামনা করেছেন সাধুবাবা তারাচরণ সিদ্ধাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি মিহির কানুনগৌয়, সাধারণ সম্পাদক হারাধন সেনগুপ্ত, উৎসব উদযাপন পরিষদের সভাপতি ফুলু ঘোষ, সাধারণ সম্পাদক রাজীব দাশ (রাজু), এবং তারাচরণ স্মৃতি সংসদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক অভি মজুমদার।
উৎসবের আয়োজনটি ধর্মপ্রাণ মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক আয়োজন হিসেবে পরিচিত।