নিজস্ব প্রতিবেদকঃ ১৪ মার্চ ২০২৫ ইং সময় বদলায়, জীবন গড়ায়, কিন্তু বন্ধুত্বের বাঁধন অটুট থাকে। পাঁচ বছর পর একত্রিত হলেন ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীরা। ব্যস্ত জীবন থেকে এক সন্ধ্যার জন্য সবাই ফিরলেন পুরনো সেই দিনগুলোতে—যেখানে ছিল কেবল হাসি, আনন্দ আর নিঃস্বার্থ বন্ধুত্ব।
রমজানের স্নিগ্ধ পরিবেশে একত্রিত হয়ে সবাই ইফতার করলেন, একে অপরের বর্তমান জীবনের খোঁজ নিলেন। কেউ দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, কেউ কর্মজীবনে প্রতিষ্ঠিত, আবার কেউ সংসারী জীবনে প্রবেশ করেছেন। কিন্তু বন্ধুত্বের উষ্ণতা এক বিন্দুও কমেনি। হাস্যরস, মধুর খুনসুটি, অতীতের স্মৃতিচারণে প্রাণবন্ত হয়ে উঠেছিল এই আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও কর্মরত শিক্ষার্থীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান (শিক্ষার্থী, আল আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর), মোহাম্মদ খেফায়ত, মোহাম্মদ ফেরদাউস, মোহাম্মদ হেলাল, মো: রায়হান, আবু বুরাইদা, ইলিয়াস, মো: আমিন, ডালিম, বেলাল, মোহাম্মদ হোসাইন, মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা মোহাম্মদ হোসাইন, শাহজাহান, নুরুল আমিন, হোসাইন আলী, মোহাম্মদ নাসির, ইমাম হোসেনসহ আরও অনেকে।
বন্ধুদের এই পুনর্মিলনী শুধু একটি সাধারণ আয়োজন ছিল না, বরং এটি ছিল অতীতকে ফিরে দেখার, বর্তমানকে উদযাপনের এবং ভবিষ্যতের জন্য নতুন উদ্দীপনা সঞ্চারের এক অনন্য উপলক্ষ। উপস্থিত সবাই এমন আয়োজনকে এক বিশাল নিয়ামত হিসেবে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও এমন মিলনমেলার প্রত্যাশা ব্যক্ত করেছেন।