আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মৃত্যুর খবর পাই পুলিশ। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
আজ শুক্রবার (১৪ মার্চ ২৫) সকাল ৭টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ভরাডোবা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই ব্যক্তি।
ওই সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ মরদেহ তাদের হেফাজতে নেয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, ওই যুবককে তারা বিভিন্ন সময় বিভিন্ন কারখানার সামনে বসে থাকতে দেখেছেন।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, অজ্ঞাত গাড়ি চাপায় ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।