রবিউল, ববি প্রতিনিধিঃ সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের মতবিনিময় সভা ও ইফতারের আয়োজন করেছেন। এসময়ে ছাত্রশিবিরের নিকট তাদের কি প্রত্যাশা সে বিষয়ে সকল সংগঠনের আলোচনা করেন। আজ শুক্রবার (১৪মার্চ) বরিশালের সদরে হোটেল এরিনাতে এই আয়োজন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ববি প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, ববিচাস, বিএনসিসি, ইন্তেফাদা মঞ্চ, চারুকলা সংসদ, আইটি সোসাইটি, ইংরেজি ক্লাব, ডিভেডিং ক্লাব, ক্রিকেট ক্লাব, রোবার স্কাউট, লিংকার্স (সোশাল মিডিয়া গ্রুেপ), সোচ্চার সহ নানান সংগঠন।
এসময়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি আমিনুল ইসলাম বলেন, রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের লেখার স্বাধীনতার দরকার। হযরত উমর রা. এর শাসনকালের মতো করে বাংলাদেশ তৈরি করতে চান তিনি। তিনি আরো বলেন, জুলাই বিপ্লবে আমরা সবাই একসাথে ছিলাম তাই এমন একটা সমস্যাকে সরিয়ে ফেলতে পেরেছি। আমরা চাই না আর এমন কোনো শাসকের উদয় হোক বা কোনো সাধারণ শিক্ষার্থীরা মুকুলের মতো হেনস্তার শিকার হোক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হারুন আর রশিদ বলেন, আপনি মুসলিম হন বা না হন আপনার দায়িত্বের যায়গা থেকে আল্লাহকে জবাব দিতে হবে। মুসলিম হওয়া বা না হওয়া অনেক পরে। আমরা দেখি যারা ইসলাম প্যাকটিস করে তাদের অনেক সংগঠনে ভিন্ন চোখে দেখে। যেমনটা হওয়ার কথা ছিলো না। কোনো সংগঠনে এমন পরিবেশ যেনো না হয় সেটা দেখা উচিত। নামাজ পড়া বা ধার্মিক পোষাক পড়া মানেই শিবির করা না এটা আমাদের জানতে হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন গণমাধ্যমে স্বাধীন ভাবে পারিচালনায় ছাত্রশিবিরের সহযোগীতা প্রত্যাশা করেন। তিনি বলেন ফ্যাসিস্ট আমলে কথা বলার সুযোগ না থাকলেও বর্তমান মানুষ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। এটা যেনো অক্ষুন্ন থাকে পরব।