এম জালাল উদ্দীন:পাইকগাছাঃ পাইকগাছায় যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে হাবিবনগর মাদ্রাসা মাঠে স্থানীয় যুব সমাজ এ ইফতার মাহফিলের আয়োজন করে। শেখ আবুল হোসেনের সভাপতিত্বে ও বিএম আকিজ উদ্দিনের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা সেলিম রেজা লাকী, তুষার কান্তি মন্ডল, এসএম মোহর আলি, মোঃ নাজির হেসেন আবু ছালেহ মোঃ ইকবাল, তোফাজ্জল হোসেন, সন্তোষ সরকার, আবু মুছা, হুরাইয়া বাদশা, সুজায়েত গাজী,মেছের আলি সানা,সাবান আলি,নাজমুল হুদা মিন্টু,সরজিত ঘোষ দেবেন,মারুফুর হক প্রিন্স,মইনুল ইসলাম,আব্দুল হান্নান,বাপ্পি,আনিছ বিশ্বাস, ,আবুল হোসেন,লিটন মোড়ল,আঃ সামাদ গাজী,আঃ মজিদ,ফসিয়ার, শেখ রুহুল আমিন, মিজানুর রহমান, আলাউদ্দিন ঢালী,মুনছুর গাজী, কামাল হোসেন, ইউনুস মোড়ল,কুদ্দুস মোড়ল,মোঃ শুকুরপ সরদার,সুমন আহমেদ,জি,এম রাসেদুজ্জামান,হাবিবুর পাহাড়,ফরাদ হোসেন,রাজু ও আজিজুল ইসলাম।