সারাদেশ

ময়মনসিংহ ধোবাউড়ায় পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার

  প্রতিনিধি ১৫ মার্চ ২০২৫ , ৩:৪৭:১৯ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় একটি পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ ২৫ ) দুপুর দেড়টার দিকে উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি পুকুর থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে গোবিন্দপুর গ্রামের তালুকদার বাড়ির একটি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছিলো। দুপুরে পুকুরে ৬০ রাউন্ড গুলি পড়ে থাকতে দেখেন বালু শ্রমিকরা। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে গুলিগুলো উদ্ধার করে নিয়ে আসে।

ওসি আরো বলেন, গুলিগুলো পুরাতন। কতদিন আগে এগুলো পুকুরে ফেলে রাখা হয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে, এগুলো ব্যবহারের উপযুক্ত কি না।

তবে স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও তারা এই এলাকায় গুলি পেয়েছেন। সেগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের গুলি ছিল।

Author

আরও খবর

Sponsered content