একে আজাদ হিমু, জামালপুর প্রতিনিধি : জামালপুরে “ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বি আই ইউ) ছাত্রদলের উদ্যোগে ফৌজদারি মোড় নব নির্মিত সেতুর নিরাপত্তা ইস্যুতে অভিযোগপত্র প্রদান করা হয়েছে।
শনিবার এলজিইডির সহকারী নির্বাহী প্রকৌশলী জনাব তৌহিদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র প্রদান করে বি আই ইউ’র ছাত্রদলের প্রতিনিধিরা। এলজিডির সহকারী নির্বাহী প্রকৌশলী তৌহিদুর রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশ্বস্ত করেন এবং খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, জামালপুর শহরের অন্যতম ব্যস্ততম ফৌজদারি মোড়ে নবনির্মিত সেতুর রেলিংয়ের মাঝখানে বড় ফাঁকা স্থান থাকায় এটি পথচারী, বিশেষ করে শিশুদের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সামান্য অসতর্কতায় কেউ পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। বিষয়টি নিয়ে শহরের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এমতাবস্থায় জনসাধারণের নিরাপত্তার স্বার্থে যত দ্রুত সম্ভব রেলিংয়ের ফাঁকা স্থান সংস্কারের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বি আই ইউ ছাত্রদল। এ সময় বি আই ইউ ছাত্রদলের সহ-সভাপতি মোখলেছুর রহমান রূপক সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।