হাসান মাহমুদ : আশুলিয়ার পল্লিবিদ্যুতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর-এর নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা গণ অধিকার পরিষদ (জিওপি)-এর আহ্বায়ক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তোহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর-এর নবনির্বাচিত সভাপতি শ্রী অর্নব কুমার শীর্ষেন্দু এবং সঞ্চালনা করেন সংগঠনের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক নাফিউর রহমান শান্ত।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর-এর সভাপতি গাজী রুবেল রানা, ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাদমান শফিক আহমেদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তহিদসহ ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা রমজানের ফজিলত, সংগঠনের লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও ছাত্র অধিকারের সুরক্ষা নিয়ে আলোচনা করেন।