আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন ১৬ বছর পদার্পণ উদযাপন করা হয়েছে। শনিবার বিকালে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে ইফতার মাহফিল, দোয়া ও কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে ভালুকা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক খান উজ্জলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা সহকারী কমিশনার (ভূমি) রোকসানা খাইরুন নেছা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান, ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাছিরুদ্দিন সরকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল ও মাইন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আক্কাছ আলী।
এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে আতাউর রহমান তরফদার, মোখলেসুর রহমান মনির, জহিরুল ইসলাম জুয়েল, শাহ হাসান আলী, আলমগীর হোসেন, আসাদুজ্জামান ফজলু, রফিকুল ইসলাম হিরন, কামরুল আরেফিন, আবুল বাশার শেখ, আনোয়ার হোসেন তরফদার, হুমায়ুন কবির, আল আমীন, রাজু, শাখাওয়াত হোসেন সুমন, হাবিব হাসান, নাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ প্রতিদিনের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে পত্রিকাটির আরও অগ্রগতি কামনা করেন।
ভালুকার সহকারী কমিশনার (ভূমি) রোকসানা খাইরুন নেছা বলেন, বাংলাদেশ প্রতিদিন দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক হিসেবে গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে। এর নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ভালুকা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক খান উজ্জল বলেন, বাংলাদেশ প্রতিদিন সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করছে। সংবাদপত্রটি পাঠকের আস্থা অর্জন করেছে এবং স্থানীয় ও জাতীয় সংবাদ পরিবেশনায় শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে।