অভিযান

পাইকগাছায় প্লাস্টিকের বস্তা ব্যবহারে ১০ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ১৭ মার্চ ২০২৫ , ২:৫৫:০২ প্রিন্ট সংস্করণ

এম জালাল উদ্দীন,পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ পাইকগাছার কপিলমুনিতে চালে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার কপিলমুনি বাজারে অটো রাইস মিল গুলোতে অভিযান পরিচালনা করেন পাইকগাছা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় উপজেলার কপিলমুনি বাজারে অভিযান চলাকালীন সময়ে চালের বস্তায় পাটের তৈরি ব্যাগ ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা এবং অন্য প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে চাউল প্লাস্টিকের বস্তায় মোড়কজাত করার অপরাধে সুন্দরবন অটো রাইস প্রতিষ্ঠানকে ২০১০ এর ১৪ ধারা অনুযায়ী১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা সহ সতর্কমূলক পরামর্শ প্রদান করা হয়েছে। এসময় জেলা পাট উন্নয়ন মুখ্য পরিদর্শক মুজিবর রহমান, পেশকার মো. ইব্রাহিম হোসেন, এসআই সবুরসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান- ধান, চাল, আটা, ময়দা ও চিনির পরিবহনের জন্য পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু মিল মালিকরা আইন অমান্য করে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে এই আইন অমান্য করেছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে৷

    View all posts

আরও খবর

Sponsered content