দুর্ঘটনা

কুড়িগ্রামে মটর সাইকেলের ধাক্কায় প্রান গেল শ্রমিকের

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২৫ , ১:২৪:০২ প্রিন্ট সংস্করণ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল হক (৪৫) নামের এক ছ’মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে জেলার নাগেশ্বরী উপজেলার আশার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুল হক উপজেলার আশার মোড় এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তিনি পেশায় একজন ‘ছ’ মিল শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছ’ মিল শ্রমিক নিহত ফজলুল হক রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় নাগেশ্বরীগামী একটি দ্রুত গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানা পুলিশের (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যুর খবর জেনেছি। থানায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Author

আরও খবর

Sponsered content