মোঃ তরিকুল ইসলাম কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ কুয়াকাটা, ১৭ রমজান: কুয়াকাটার বাজারে ঈদ উপলক্ষে ব্যবসায়ীরা কিছুটা আশাবাদী হলেও, এখনও বেচাকেনা শুরু হয়নি। ঈদের কেনাকাটার প্রস্তুতি শুরু হলেও, রমজানের শুরু থেকেই আচার বিক্রেতারা হতাশ, কারণ তাদের দোকানে ক্রেতা নেই। অন্যদিকে, গার্মেন্টস ও কসমেটিক্স ব্যবসায়ীরাও একটু আশাবাদী হলেও, তারা বাস্তবে তেমন বেচাকেনা দেখতে পাননি।
গার্মেন্টস ব্যবসায়ী মো. আদনান সাইদুল বলেন, “এখনো বেচাকেনা শুরু হয়নি। তবে আমরা আশা করছি, ১৯ রমজানের পর ক্রেতারা আসতে শুরু করবেন। ঈদের জন্য নতুন কালেকশনও রেডি রেখেছি।” একইভাবে, ফাতেমা ফ্যাশনের মালিক সোহেল এবং মাহিম ফ্যাশনের মালিক জানান, “রমজানের প্রথম দিকে বিক্রি একেবারেই কম ছিল। তবে আগামী সপ্তাহে বিক্রি বাড়বে বলে আশা করছি।”
কসমেটিক্স ব্যবসায়ী মো. রহমান দেওয়ান, যিনি ‘রংধনু কসমেটিকস’ এর মালিক জানান, “রমজানের প্রথম দিকে বিক্রি একেবারেই ছিল না। এখনো তেমন ক্রেতা আসেনি, তবে আশা করছি ঈদের আগমনে বিক্রি ভালো হবে।”
এদিকে, কুয়াকাটার আচার বিক্রেতারা জানান, তারা রমজানে তেমন বিক্রি না হওয়ায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের ভাষ্য, “এখন পর্যন্ত দোকানগুলো খোলা রাখা হলেও, তেমন ক্রেতা নেই, বেচাকেনা নেই।”
বিভিন্ন ব্যবসায়ী তাদের আশা ব্যক্ত করে বলেন, ঈদের আগের দিনগুলোতে পরিস্থিতি বদলে যাবে এবং বেচাকেনা বাড়বে। কুয়াকাটার ব্যবসায়ীরা পুরোপুরি আশাবাদী, ঈদের ঠিক আগে বেচাকেনা জমে উঠবে এবং তাদের ব্যবসা চাঙ্গা হবে।