মোঃ আল আমিন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর এলাকার দেড় শতাধিক কৃষক বরেন্দ্র বহুমুখী উন্নয়ন সেচ প্রকল্পের যন্ত্রাংশ অকেজো হয়ে যাওয়ায় টানা ১৫-১৬ দিন সেচের পানি পাচ্ছেন না। ফলে রোপা ইরি বোরো ধানের জমি শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে, জন্ম নিচ্ছে আগাছা। সময়মতো পানি না পাওয়ায় কৃষকরা শঙ্কায় রয়েছেন ফসল নিয়ে।
দুইবার টাকা খরচ করেও সমাধান হয়নি
মহিপুর সাঁওতাল পাড়ায় অবস্থিত বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের অপারেটর মো. সরোওয়ার হোসেন সবুজ জানান, সেচপাম্পটি বিকল হলে কৃষকরাই নিজেদের টাকায় প্রায় ১৫ হাজার টাকা ব্যয়ে দুইবার মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। অথচ এটি মেরামতের ব্যয় বরেন্দ্র অফিসেরই বহন করার কথা।
সেচ অপারেটরের আকুতি, কৃষকদের ক্ষোভ, দীর্ঘদিন ধরে পানি না পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা অপারেটর সবুজের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে মারতে তেড়ে আসেন। উপায়ান্তর না পেয়ে সবুজ বরেন্দ্র অফিসের দায়িত্বপ্রাপ্ত মেকানিকের পা ধরে দ্রুত পাম্প মেরামতের অনুরোধ জানান।
বরেন্দ্র অফিস যা বলছে
এ বিষয়ে পাঁচবিবি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের উপ-সহকারী মো. সালাউদ্দিন বলেন, "১৫-১৬ দিন ধরে পাম্প বিকল থাকার তথ্য সঠিক নয়, এটি মূলত বিদ্যুৎ সমস্যার কারণে বন্ধ ছিল। খুব দ্রুতই মেরামত করা হবে এবং জমিতে পানি সরবরাহ করা হবে।"
কৃষকরা দ্রুত সেচ সমস্যার সমাধান চেয়ে বরেন্দ্র অফিসের কার্যকরী উদ্যোগ কামনা করেছেন। তাদের দাবি, সময়মতো সেচ সুবিধা না পেলে ধান চাষ মারাত্মক ক্ষতির মুখে পড়বে, যা ঋণগ্রস্ত কৃষকদের আরও বিপাকে ফেলবে।