সারাদেশ

ময়মনসিংহ ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুইটি চোরাই সিএনজিসহ গ্রেপ্তার ১

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২৫ , ৪:০৯:১৬ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা ( ডিবি) শাখার নির্দেশে এসআই(নিঃ)মোঃ রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন চুরখাই সাকিনস্থ চুরখাই মোড় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পার্শ্বে জনৈক মোঃ দুলাল এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে রবিবার (১৬ মার্চ ২০২৫) ১৭.৪৫ ঘটিকায় ২টি চোরাই সিএনজিসহ চোর চক্রের সদস্য ১। মোঃ জুনায়েত (২৫), পিতা-মোবারক হোসেন, মাতা-দেলোয়ারা খাতুন, সাং-চকরামপুর, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহের ডিবির এসআই মোঃ রাজীব তালুকদার জানান: গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ চোরাই সিএনজি চক্রের সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ২টি চোরাই সিএনজি উদ্ধারের বিষয়ে গ্রেপ্তারকৃত ১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Author

আরও খবর

Sponsered content