সারাদেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিন: অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

  প্রতিনিধি ১৯ মার্চ ২০২৫ , ৪:১৫:৪৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম প্রতিনিধি:-বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর অন্যতম উপদেষ্টা, সাবেক কাউন্সিলর ও সমাজসেবক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, মৌলিক নাগরিকসেবা এবং জনজীবনে নিরাপত্তা প্রদান করা সরকারের প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালন প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে।

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে আইনের বিচারের দাবী জানান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ১৪ নং ওয়ার্ডের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।

ওয়ার্ড সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলশি থানার সভাপতি মুহাম্মদ নুরুন্নবী, বিশেষ অথিতির বক্তব্য রাখেন সমাজসেবক ও ব্যবসায়ী মুহাম্মদ কামরুল হুদা। খুলশি থানা জামায়াতের নেতা মুহাম্মদ দেলোয়ার হোসেন, থানা সাধারন সম্পাদক স.ম শামীম, বিশিষ্ট ব্যবসায়ী হাজি মুহাম্মদ সেলিম উল্লাহ, জামায়াত নেতা রবিউল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা ইরফান সাইদ রানা, দিদারুল ইসলাম, নাজমুল হাসান, হুমায়ুন কবির,মুহাম্মদ আরিফুল হক, জায়েদুল ইসলাম, মুহাম্মদ লোকমান হাকিম, আকবর আহমদ ফেরদৌস প্রমূখ।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content