রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ পতিত শেখ হাসিনা সরকারের ৭মাস অতিবাহিত হলেও এখনো টিসিবি’র চালের বাস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এমন স্লোগান লেখা দেখতে পেয়ে বিষয়টি নিয়ে এলাকায় দারুন চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। এনিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেক টিসিবি কার্ডধারী।
বুধবার (১৯ মার্চ ) সকাল ১০টার পর থেকে জেলার উলিপুর পৌর ১ নং ওয়ার্ডে টিসিবির প্যাকেজ বিক্রি করতেছিল, প্যাকেজে ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, পাঁচ কেজি চাল, এ সময় চালের বস্তায় লেখা রয়েছে শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ সাবেক পতিত সরকার প্রধানের নাম টিসিবি পন্যের গায়ে এখনও ব্যবহার করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কার্ডধারী ও সাধারণ জনগন।
আত্মগোপনে থাকা বিগত ফেসিষ্ট সরকারের দোসরদের পুনঃ জাগরণের নতুন কৌশল বলে অনেকের ধারণা করছেন।
আওয়ামী লীগ সরকার পতনের সাত মাস অতিবাহিত হলেও খাদ্য অধিদপ্তরের ওই বস্তার ওপর তাদের মনোগ্রাম প্রিন্ট করা রয়েছে। ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ ছাড়া ওই বস্তায় লেখা রয়েছে খাদ্য অধিদপ্তর, নেট ওজন ৩০ কেজি, মে-২০২৩, আফিল জুট উইভিং মিলস লিমিটেড।সরকারি চালের বস্তায় এমন স্লোগান থাকার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দেওয়ায়, সাংবাদিকের নজরে আসে ।
টিসিবি ডিলার, মোছাঃ মনিরা সুলতানার স্বামী, মোঃ পুবেল সরকারের কাছে জানতে চাইলে, সাংবাদিকের কথা তোয়াক্কা না করে, উল্টা সাংবাদিককেই বলে, ‘আপনি কিছুই জানেন না, কে বলেছে এই চালের বস্তা ব্যবহার করা নিষেধ, এগুলো আমার কাছে বলে কোন লাভ নেই।’পৌর ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বদরুল ইসলাম বলেন, ‘এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা ভেবে নিব এখনো দেশ স্বাধীন হয়নি।’ একেই এলাকার মর্জিনা বেগমও একই অভিযোগ করেন।
টিসিবি কর্মকর্তা জানান বিষয়টি তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিষেধ করার পরেও যে ডিলার এ বস্তা ব্যবহার করবে, ঐ ডিলারের ডিলারশিপ বাতিল করা হবে।টিসিবি পন্যের এমন স্লোগান থাকার বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, “সবাইকে কঠোর নির্দেশনা দেওয়া আছে যাতে এই সম্বলিত ব্যাগ ব্যবহার না করে। এরপরও যদি কেউ ব্যবহার করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, বিষয়টা আমি দেখতেছি।