দুর্ঘটনা

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও পাগলুর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  প্রতিনিধি ১৯ মার্চ ২০২৫ , ৩:১৮:২০ প্রিন্ট সংস্করণ

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় আলু বোঝাই ট্রাক ও তিন চাকার একটি পাগলুর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন জয়ন্ত রায় (২৯) ও আরফান (২৩)। জয়ন্ত বালিয়াডাঙ্গী উপজেলার চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা এবং আরফান মধুপুর বালিয়াডাঙ্গীর বাসিন্দা।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন মহসিনা বেগম (৪৫), আকলিমা (২২), শিশু আসিয়া জান্নাত (৩) এবং মুরাদ (২৪)। মহসিনা ও আসিয়া লাহেরী গ্রামের বাসিন্দা, আকলিমা পীরগঞ্জের জামাইবাড়ির এবং মুরাদ ঠাকুরগাঁও সদরের মহুবাসীর বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলু বোঝাই ট্রাকটি দ্রুত গতিতে আসছিল। বিপরীত দিক থেকে আসা পাগলুর সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই জয়ন্তের মৃত্যু হয় এবং পাগলুতে থাকা বাকি যাত্রীরা গুরুতর আহত হন। আরফানকে গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল অফিসার রকিবুল আলম চয়ন বলেন, “ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।” উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে রংপুরে রেফার্ড করা হয়। তাদের মধ্যে শিশু আসিয়ার অবস্থা গুরুতর।

খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম বলেন, “আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছি। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত চলছে এবং খুব শীঘ্রই আমরা বিস্তারিত তথ্য জানাতে পারব।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content