বাংলাদেশ

মধুপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি বিক্রির অপরাধে জরিমানা 

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৫ , ৩:০৪:৫৬ প্রিন্ট সংস্করণ

বাবুল রানা মধুপুর টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের বিভিন্ন ইফতারি বিক্রির দোকানে অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৯ মার্চ) বিকেলে মধুপুর পৌর শহরের বিভিন্ন ইফতারি বিক্রির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় রাস্তার ধুলাময়লার মধ্যে উন্মুক্তভাবে ইফতারি বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ৩ দোকান মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোট সাড়ে ৮হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন স্যানিটারি ইন্সপেক্টর। উক্ত অভিযানে সার্বিক ভাবে সহযোগিতা করেন মধুপুর সেনাক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন একটি সেনা সদস্যের চৌকস দল।

পুরো মাহে রমজান মাস জুড়ে জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান, মধুপুর উপজেলার উন্নয়নের ধারক বাহক সহকারী কমিশনার ভুমি রিফাত আনজুম পিয়া।

বাবুল রানা
মধুপুর টাঙ্গাইল
১৯-০৩-২০২৫

Author

আরও খবর

Sponsered content