আবু তাঈম সিজান,নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের সকল বাজারে বাজারে ঘুরে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে জামায়াতে ইসলামীর আহবান ও অসচ্ছল দোকানীকে আর্থিক সহায়তা প্রধান।
রমজানের প্রথম থেকেই এই কার্যক্রম চালাচ্ছেন তারা। আজ ১৯ শে মার্চ বুধবার চর কাজল নতুন বাজার ও চর কাজল পুরান বাজারে এই কার্যক্রম চালান তারা। এর মধ্যে দুই দোকানীকে আর্থিক সহায়তা প্রধান করেন তারা।
জামায়াতে ইসলামীর চর কাজল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুল আজিজ বলেন আমাদের মূল উদ্দেশ্য রমজানের দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা। তবে যারা অসচ্ছল দোকান না চালাতে পারলে সংসার চালাতে কষ্ট হবে, তাদের আমারা আর্থিক ভাবে সহযগীতা করছি। আমরা ইতিমধ্যে দুই দোকানীকে দিনের বেলা দোকান বন্ধ রাখার শর্তে আর্থিক সহায়তা দিয়েছি, আরও কাুকে এরকম পেলে অবশ্যই আর্থিক সহায়তা দিবো।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহ-সুপার ছোট চর কাজল হোসাইনিয়া দাখিল মাদ্রাসা। হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান, মুহতামিম চর কাজল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা।মাওলানা মোঃ আমির হামজা, ইমাম ও খতিব চর কাজল নতুন বাজার জামে মসজিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল আলেম ওলামা।