শনিবার, ২২ মার্চ ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
English
ব্রেকিং নিউজ
পলাশবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রতি বছরের ন্যায় এবার ও উত্তর বন্দর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে পবিত্র মাহে রমজানের খতমে তারাহবী একুশ দিনে সম্পূর্ণ জামালপুরে বিএনপির দলীয় কার্যালয়সহ বাড়িঘর ভাঙচুর সংবাদ সম্মেলন ইসরাইলি হামলার বিচারের দাবিতে চুলকাটিতে বিক্ষোভ মিছিল টাঙ্গাইল দেলদুয়ার অগ্নিকাণ্ডে পুড়েছে ২১টি দোকান মধ্যনগরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল রাজনীতিকে কোন ব্যবসার হাতিয়ার নয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির আশুলিয়ায় মাদক নিয়ে মোমিন হত্যা মামলার প্রধান আসামি রুবেল গ্রেপ্তার সন্ত্রাসী ইসরায়েলের জঙ্গি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভায়

আশুলিয়ায় মাদক নিয়ে মোমিন হত্যা মামলার প্রধান আসামি রুবেল গ্রেপ্তার

Muktakathan News
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৮ Time View

মোঃ মনির মন্ডল, সাভারঃ আশুলিয়ায় মাদক নিয়ে পূর্ব শত্রুতার জেরে মোমেনুল ইসলাম মোমিন (২৮) কে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. রুবেল মুন্সীকে র‌্যাবের সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন।

গ্রেপ্তার মো. রুবেল মুন্সী (৩২) ঢাকার আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকার মো. জুলমত মুন্সীর ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন ঘটনায় ৯টি মামলা বিচারাধীন রয়েছে।

এর আগে, গ্রেপ্তার অন্য আসামিরা হলেন- রিয়াদ মোল্লা (৪৮), মোহাম্মদ নাজমুল (১৮), আশিকুল ইসলাম আসিফ (২২), মো. আলিফ (১৮), রমজান (২৬), মো. ইব্রাহিম (৪৮) এবং একজন কিশোর অপরাধী রয়েছে।

নিহত মোমেনুল ইসলাম মোমিন (৩২) নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার খাস দাউদপুর এলাকার আজাহারের ছেলে। তিনি পরিবারের সঙ্গে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকায় বসবাস করতো বলে জানা যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আল মামুন জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ে রুবেল ও মোমিনের মধ্যে ঝামেলা চলছিলো। রুবেল বিভিন্ন সময় মোমিনকে তার মাধ্যমে মাদক ব্যবসা করার জন্য প্রস্তাব দেয়। কিন্তু মোমিন রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে গত ২৫ ফেব্রুয়ারি রাতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের হলে বিভিন্ন সময়ে সাত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আজ গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের ঘিওর থানাধীন ফুলহারা বাজার এলাকায় র‌্যাবের সহায়তায় অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামি রুবেল মুন্সীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (শনিবার) সকালে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102