দুর্ঘটনা

টাঙ্গাইল দেলদুয়ার অগ্নিকাণ্ডে পুড়েছে ২১টি দোকান

  প্রতিনিধি 21 March 2025 , 5:40:36 প্রিন্ট সংস্করণ

মোঃরুবেল মিয়া,টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় আজ অগ্নিকাণ্ডে খাবারের দোকান, মুদির দোকান ও কম্পিউটারের দোকানসহ মোট ২১টি দোকান পুড়ে গেছে।

আজ শুক্রবার সকালে উপজেলার লাউহাটি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উপজেলা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় বেলা দুপুর ২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে দেলদুয়ারের লাউহাটি বাজারে তেলের দোকানে একটি মোটরসাইকেল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, টাঙ্গাইল, নাগরপুর, দেলদুয়ার এবং মির্জাপুরের ৬টি ইউনিট প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় বেলা দুপুর ২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি

Author

আরও খবর

Sponsered content