আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ শহরের রেলওয়ে স্টেশন রোডের নিউ রূপ মহল আবাসিক হোটেল-এ যৌথ অভিযান চালিয়ে র্যাব-১৪ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতজনকে আটক করেছে। এর মধ্যে পাঁচজন নারী ও দুইজন মাদক ব্যবসায়ী রয়েছেন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ময়মনসিংহ-এর তথ্য ও তত্ত্বাবধানে বৃহস্পতিবার (২০ মার্চ ২৫) রাত ১১টা থেকে শুক্রবার (২১ মার্চ) রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হোটেলের পাঁচটি কক্ষ থেকে পাঁচ নারীকে এবং একটি কক্ষ থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, তানভীর রায়হান (আসলাম) ও রিয়াজ
মাদক ও অবৈধ কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ তদন্তে উঠে এসেছে,
আটককৃতরা দীর্ঘদিন ধরে হোটেলটি থেকে মাদক ব্যবসা ও অবৈধ দেহব্যবসার সঙ্গে জড়িত। অভিযানের সময় তারা দরজা বন্ধ করে অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনী দরজা ভাঙার উদ্যোগ নেয়। পরে তারা বাধ্য হয়ে আত্মসমর্পণ করে।
আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী, তারা প্রায় ৩,০০০ পিস ইয়াবা টয়লেটের কমোডে ফেলে ফ্লাশ করে দেয়।
অভিযান শেষে র্যাব-১৪-এর কমান্ডার শামসুজ্জামান এক প্রেস ব্রিফিংয়ে জানান, হোটেলটি দীর্ঘদিন ধরে অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নজরে এনে পরিকল্পিতভাবে অভিযান চালায় এবং অপরাধীদের আটক করে।
আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ময়মনসিংহে মাদক ও অসামাজিক কার্যকলাপ রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।