আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ বিন্নাকান্দি বাজারে সর্বস্তরের তাওহিদী জনতার উদ্যোগ সন্ত্রসী ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নারী, শিশু ও বৃদ্ধসহ বেসামরিক মুসলমানদের উপর মারণাস্ত্র দিয়ে হামলা করে প্রায় অর্ধসহস্র মুসলমানদের শহীদ করার প্রতিবাদে এবং ভারতে কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসী হিন্দুদের মাধ্যমে মুসলমানদের উপর নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বাদ জুমআ প্রথমে বিন্নাকান্দি বাজার জামে মসজিদ থেকে মিছিল শুরু হয়ে বিন্নাকান্দি আবিদিয়া মাদরাসার দিকে যাত্রা করে। অপর দিকে বিন্নাকান্দি আবিদিয়া মাদরাসার নিকটবর্তী বিন্নাকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আরেকটি মিছিল বের হয়ে তাদের সাথে যুক্ত হয়। উভয় মিছিল একত্র হয়ে গোসাইনপুরের দিকে যাত্রা করে। এদিকে গোসাইনপুর জামে মসজিদ থেকে গোসাইনপুর জামে মসজিদের ইমাম ও খতিব এবং মো: তেরা মিয়া সহ আরো অন্যান্য মুরুব্বিদের নেতৃত্বে এক বিশাল মিছিল বিন্নাকান্দি বাজারের দিকে এগুতে থাকে। পথিমধ্যে দুই মিছিল একত্র হলে সবাই মিলে বিন্নাকান্দি বাজার স্কুল গেইট পয়েন্টের দিকে যাত্রা করেন। সেখানে জড়ো হন আপামরজনসাধারণ। অনুষ্ঠিত হয় পথসভায়। বিন্নাকান্দি বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাহিদুর রহমান কাসিমের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা আনসার আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া বিন্নাকান্দি আবিদিয়া মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা শিহাব উদ্দিন, ইসলামি যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার আহবায়ক মাওলানা আখলাক হুসাইন, ছাত্রদল নেতা ওয়ারিস উদ্দিন ও আখতার ফারুক, বিন্নাকান্দি আবিদিয়া মাদরাসার নাইবে নাজিম হাফিজ মাওলানা জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক মাওলানা তাজুল ইসলাম।
বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠার নামে মুসলিম নিধন চলছে। মোড়ল দেশগুলো এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। মুসলিমদের ওপর যে হত্যাকাণ্ড চলছে তা দেখেও মুসলিম দেশগুলো চুপ এটা আমাদের কষ্টের বিষয়। তারা আরো বলেন, দীর্ঘ ৭০-৮০ বছর ধরে এই হত্যাযজ্ঞ চলছে আমরা চাই ফিলিস্তিনের মানুষ এই হত্যাযজ্ঞ থেকে মুক্তি পাক। ইসরায়েলি আগ্রাসন বন্ধের এখনই উপযুক্ত সময়। নাহলে আজ ফিলিস্তিন, কাল বিশ্বের প্রতিটা মুসলিম দেশে এই বর্বরতা প্রতিষ্ঠিত হবে।