শোয়েব হোসেনঃ “একতা,বন্ধুত্ব ও মানবতা” এই স্লোগানকে সামনে রেখে উত্তরাস্থ বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া) ওয়েলফেয়ার এসোসিয়েশনের যাত্রা শুরু হয় গত ০১ নভেম্বর ২০২৪ ইং। ৩১ জানুয়ারী ২০২৫ ইং ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়।কমিটি গঠন এর পর থেকে সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ হাতে নিয়েছে,তারই ধারাবাহিকতায় গত ২২ মার্চ (শনিবার)২০২৫ইং রাজধানীর উত্তর সিটির দক্ষিণ খান কশাইবাড়ি এলাকায় দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ঈদ পোষাক সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো: খালিদ বিন হাকিম(দুলাল)এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় উক্ত ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত উপদেষ্টাগণের মধ্যে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, আকতারুজ্জান ভূঁইয়া, নূরে আলম চৌধুরী, সম্মানিত সিনিয়র সহ-সভাপতি মাসুদ নিজাম, সহ সভাপতি আবু সুফিয়ান জুয়েল,সহ সভাপতি তাজুল ইসলাম,সহ-সভাপতি মনিরুল ইসলাম(রবিন), সহ-সভাপতি মাজহারুল আলম, যুগ্ম সম্পাদক ফজলে এলাহি, যুগ্ম সম্পাদক সাব্বির আজাদ, সাংগঠনিক সম্পাদক আর এম আবদুল কাদের, সহ সাংগঠনিক রফিকুল ইসলাম সৈকত, মির্জা পারভেজ হোসেন, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন (আকাশ),দফতর সম্পাদক আবদুল্লাহ আল নোমান, প্রচার সম্পাদক আবদুল মান্নান, শিল্প ও বানিজ্য সম্পাদক আবুল হাসনাত আরিফ, ক্রীড়া সম্পাদক রাফসান জনি প্রমুখ উপস্থিত ছিলেন ।
ঈদ সামগ্রী বিতরণের পূর্বে সংগঠনের সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে অসহায় ও দুস্থ মানুষদের পাশে থাকার জন্য সমাজের সকল বিত্তবানদের প্রতি আহবান জানান। উক্ত ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল বিকেল ৫টায় শুরু হয়ে সন্ধ্য সাড়ে ৭টায় শেষ হয়।