মোঃ মনির মন্ডল, সাভারঃ আশুলিয়ার ভাদাইল রূপায়ণ মাঠ এলাকায় যুবদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের জন্য প্রায় আড়াইহাজার লোকের খাবারের ব্যবস্থা করা হয়। এ অনুষ্ঠানে বিএনপি নেতা ইদ্রিস আলী ও পিয়ার আলী তাদের দাওয়াত না দেওয়ায় তারা এই হামলা চালায়।
শনিবার (২২ মার্চ) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়া থানা বিএনপির নেতা পিয়ার আলী ও ইদ্রিস আলীসহ প্রায় ৩০-৩৫ জন দেশীয় অস্ত্র যেমন রামদা, লোহার রড, এসএস পাইপ, লাঠি-সোঠা নিয়ে হামলা চালান। হামলাকারীরা ইফতার মাহফিলের প্যান্ডেল ভাঙচুর করে এবং স্টেজেটি ভেঙে মাটিতে ফেলে দেয়। তারা গালিগালাজ করতে থাকে এবং কয়েকটি ডেকে ভর্তি রান্না করা ভর্তি বিরানি মাটিতে ফেলে দেয়। হামলাকারীরা যুবদলের নেতাকর্মীদের দিকে দুটি রাউন্ড গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ঘটনাস্থল ত্যাগ করে।
আশুলিয়া থানা যুবদলের নেতা জহিরুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শেষ করি। সবাই বাসায় যাওয়ার সময় পিয়ার আলী ও ইদ্রিস আলীর লোকজন হামলা চালিয়ে আমাদের দুটি মোটরসাইকেল নিয়ে যায় এবং সেগুলো ভাঙচুর করে। এ সময় হামলায় যুবদল কর্মী সাঈদ, শাহাদাতসহ ডেকোরেশনের লোকজন ও সাউন্ড সিস্টেমের কর্মীরা মারধরের শিকার হন।
এ বিষয়ে জানতে বিএনপি নেতা পিয়ার আলী ও ইদ্রিস আলীর মোবাইল ফোনে কয়েকবার ফোন দিয়ে তাদের পাওয়া যায়নি।