মানববন্ধন / সম্মেলন

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ২৩ মার্চ ২০২৫ , ৩:৩৩:২৪ প্রিন্ট সংস্করণ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে দুর্নীতির ও অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান এর অপসারণ দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।

বরিবার (২৩ মার্চ) দুপুরে জেলার উলিপুর উপজেলা চত্বরে, তবকপুর ইউনিয়নবাসী এই মানববন্ধনের আয়োজনে করে। উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানের বিরুদ্ধে আত্মসাৎ,দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে দ্রুত অপসারণ দাবি করেন। এসময় প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, সোহেল রানা, বকুল মিয়া, মাহফুজার রহমান, ছাইফুল ইসলাম, রিপন মিয়া, মাজেদ মিয়া, সাদেকুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে এলাকার কয়েক শত নারী ও পুরুষ অংশ গ্রহণ করেন। শেষে উপজেলা নির্বাহী অফিসারকে একটি স্মারকলিপি
প্রদান করা হয়।

Author

আরও খবর

Sponsered content