সারাদেশ

কুড়িগ্রাম থেকে সাঁতরে ৪০০ কি:মি নদীপথ পাড়ি দিয়ে চাঁদপুরে রফিকুল

  প্রতিনিধি ২৩ মার্চ ২০২৫ , ৩:৩১:১৫ প্রিন্ট সংস্করণ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ উত্তরের জেলা কুড়িগ্রামের সীমান্তবর্তী ঝুনকারচর থেকে সাঁতার শুরু ২৯ দিনে ৪০০ কিলোমিটার পথ সাঁতরিয়ে চাঁদপুরের মোলহেডে পৌঁছালেন রফিকুল ইসলাম।

শনিবার (২২মার্চ) বিকেলে সাঁতরে চাঁদপুরের মোলহেডে পৌঁছান রফিকুল ইসলাম। সেখানে স্বাগত জানান তার সহধর্মিণী বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদার ও চাঁদপুর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ।
শনিবার শরীয়তপুরের সুরেশ্বর চরআত্রা এলাকা থেকে সকাল ৭টায় সাঁতার শুরু করে বিকেল সাড়ে ৪টায় ২২ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে চাঁদপুর পদ্মা-মেঘনা ডাকাতিয়ার মোলহেডে এসে পৌঁছান রফিকুল। টানা ১৯ দিনে ৪০০  কিলোমিটার নদীপথ পাড়ি দিয়েছেন তিনি।

রফিকুল জানান, আগামী ২৬ মার্চের মধ্যে মেঘনায় ১৫০ কিলোমিটার পাড়ি দিয়ে বঙ্গোপসাগরে পৌঁছানোর লক্ষ্যে ছিল। কিন্তু ঢাকায় অফিস থাকায় তিনি বাকি ১৫০ কিলোমিটার শুরু করবেন ঈদের ছুটিতে। তিনি বলেন, সাঁতার কেটে নদী পাড়ি দেওয়া ছাড়াও পাড়ের মানুষজনের সঙ্গে পরিচিত হওয়াই ছিল আমার লক্ষ্য। দীর্ঘ এই নদীপথ সাঁতরে পাড়ি দিতে আমাকে সার্বক্ষণিক সাহস যুগিয়েছেন স্ত্রী নিশাত মজুমদার।

Author

আরও খবর

Sponsered content