বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি: গোলাবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের আয়োজনে বানুরগাছি বাজারে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বানুরগাছি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ মার্চ) বিকেলে মধুপুর উপজেলাধীন গোলাবাড়ি ইউনিয়নের বানুরগাছি উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর তালুকদার, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সরকার, যুবদলের সাবেক সভাপতি আঃ মান্নান, সাবেক যুব দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা মাসুম,
সাবেক পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকার মনি সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠন সহ প্রায় কয়েক হাজার নেতাকর্মী এবং সমর্থকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির মিডিয়া সহায়তায় ছিলেন সাবেক যুবদলের সদস্য মনিরুজ্জামান আসিফ।
বাবুল রানা
মধুপুর টাঙ্গাইল
২৩-০৩-২০২৫