আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: রবিবার (২৩ মার্চ ২০২৫) রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, ময়মনসিংহের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের ফেব্রুয়ারি/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, ড. মোঃ আশরাফুর রহমান।
সভায় ডিআইজি অত্র রেঞ্জের বিভিন্ন ধরনের অপরাধ পর্যালোচনা করেন এবং ইউনিট প্রধানদেরকে অপরাধ প্রশমনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, চোরাচালান, মাদক এর মত অপরাধগুলো সমাজ থেকে দূর করার জন্য চার জেলার এসপি মহোদয়কে বিট পুলিশিং কার্যক্রম, মোবাইল পেট্রোলিং , রাত্রিকালীন চেকপোস্ট বৃদ্ধি করার মাধ্যমে এনফোর্সমেন্ট তরান্বিত করার নির্দেশনা দেন। ডিআইজি বলেন আমাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। চাঁদাবাজি, ছিনতাই ও খুন বন্ধ করতে আমাদের শতভাগ চেষ্টা করতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে চাঁদাবাজি ও মাদকসহ সকল অপরাধ দমন করতে হবে। থানাগুলোকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং জনগণের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। সকলে সম্মিলিতভাবে কাজ করলে পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরে আসবে। মামলা ও জিডি তদন্তে অগ্রগতি আরো বাড়াতে হবে। মামলা তদন্তে কোন নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সে ব্যপারে সতর্ক থাকতে হবে। চোরাই মোবাইল ফোন উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। চোরাই মোবাইল ফোন কোথায় বিক্রি করা হয়, সেগুলো চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সেক্ষেত্রে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ পারস্পরিক সমন্বয় করে দায়িত্ব পালন করবে। এছাড়াও বিট পুলিশিং কার্যক্রম ত্বরান্বিত করার মাধ্যমে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কমিউনিটি এনগেজমেন্ট বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন ডিআইজি
তিনি অধিকতর গুরুত্বসহ আসন্ন ইদুল ফিতর কে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ঘরমুখো মানুষের প্রবাহকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবুল কালাম আযাদ; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট ও অপারেশনস্ ) মোঃ আবু বকর সিদ্দিক; অধিনায়ক,০২ এপিবিএন, মুক্তাগাছা,মোঃ কুতুব উদ্দিন; অধিনায়ক, র্যাব-১৪, মোঃ নয়মুল হাসান; পুলিশ সুপার (অপারেশনস্)[অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম; কমান্ডেন্ট (পুলিশ সুপার), আইএসটিসি- ময়মনসিংহ রাশিদা বেগম পিপিএম [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার, ময়মনসিংহ কাজী আখতার উল আলম পুলিশ সুপার, নেত্রকোণা মির্জা সায়েম মাহমুদ পিপিএম-সেবা; পুলিশ সুপার, শেরপুর মোঃ আমিনুল ইসলাম; পুলিশ সুপার, জামালপুর সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আবুল করিম রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোরশেদা খাতুন অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশনস্ ) মোঃ মেজবাহ উদ্দিন সহ অত্রাফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
উক্ত সভায় জুম ক্লাউড এ্যাপস্ এর মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন অতিরিক্ত ডিআইজি, এটিইউ, ময়মনসিংহ ডিভিশন; পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, ময়মনসিংহ রিজিওন; পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিওন; পুলিশ সুপার, সিআইডি, ময়মনসিংহ সহ রেঞ্জাধীন জেলা সমূহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্/ ডিএসবি); সকল সার্কেল অফিসার, কোর্ট পুলিশ পরিদর্শকগণ।
এসময় অভিন্ন মানদন্ডের আলোকে ফেব্রুয়ারি-২০২৫ মাসের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে: শ্রেষ্ঠ জেলা হিসেবে পুলিশ সুপার, শেরপুর, মোঃ আমিনুল ইসলাম; শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সদর সার্কেল, শেরপুর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল করিম; শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ ,পুলিশ পরিদর্শক (নিঃ), অফিসার ইনচার্জ, বকশিগঞ্জ থানা,জামালপুর; শ্রেষ্ঠ এসআই- দীপক চন্দ্র পাল, এসআই (নিঃ), ইসলামপুর থানা,জামালপুর; শ্রেষ্ঠ এএসআই - মোঃ আশরাফুল আলম, এএসআই (নিঃ), বকশিগঞ্জ থানা, জামালপুরদের কে পুরস্কার প্রদান করেন রেঞ্জ ডিআইজি