অভিযান

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ উচ্ছেদ অভিযানে আশুলিয়ায় হকারদের হামলায় পুলিশের গাড়ি ভাংচুর

  প্রতিনিধি ২৪ মার্চ ২০২৫ , ২:৪৭:১০ প্রিন্ট সংস্করণ

মোঃ আসিফুজ্জামান আসিফঃ ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকার আশুলিয়ায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। তবে এ অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা চালিয়ে একটি গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ হকাররা।

রোববার (২৩ মার্চ) বিকেল ৩টার দিকে আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ, রপ্তানি জোন এবং বলিভদ্র বাজারসহ কয়েকটি পয়েন্টে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের এক পর্যায়ে বলিভদ্র বাজার এলাকায় পুলিশের কাজে বাধা দিলে দুইজনকে আটক করে গাড়িতে তোলা হয়। কিন্তু পরে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি থেকে ওই দুইজনকে টেনে নামায় এবং পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। এসময় পুলিশের একটি গাড়ি ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ও প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনূর কবির বলেন, ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গের ২২টি জেলার গাড়ি এই মহাসড়ক দিয়ে যাতায়াত করে। যান চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শেষের দিকে বলিভদ্র বাজারে কিছু দুষ্কৃতকারী আমাদের ওপর চড়াও হয় এবং গাড়ি ভাংচুর করে। তাদেরকে চিহ্নিত করা হয়েছে। দ্রুতই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content