আজাদ হোসেন আওলাদ মিয়া,নীলফামারী রিপোর্টারঃ নীলফামারীর কিশোরগঞ্জে গাড়াগ্রাম ইউনিয়নের “উন্নতি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড” এর উদ্যোগে গরু/মহিষের “ক্ষুরারোগের ফ্রি ভ্যাকসিন ক্যাম্প-২০২৫” অনুষ্ঠিত হয়। গাড়াগ্রাম বাবুর বাজারে ২৩ মার্চ সকাল ১০ ঘটিকায় “ভ্যাকসিন নিবেন দেশী- সুরক্ষা পাবেন বেশি” এই স্লোগানকে সামনে রেখে এবং গরু/মহিষকে সুস্থ-সবল রাখতে বাড়ি বাড়ি গিয়ে ফ্রিতে ভ্যাকসিন প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন “উন্নতি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড” এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্পাদক – রিপন মোহন্ত।
কোষাধ্যক্ষ- দেবাশীষ কুমার।
প্রচার সম্পাদক- স্বপন রায়, ভোলানাথ রায় ও সুজন কুমার।
গবাদিপশুর প্রশিক্ষিত পল্লী চিকিৎসক মোনারুল ইসলাম। পল্লী চিকিৎসক মোনারুল ইসলামের মাধ্যমে সর্বমোট ১৫৩ টি গরুকে ফ্রিতে ক্ষুরারোগের ভ্যাকসিন প্রদান করা হয়।