এইচ এম এরশাদ,আন্তর্জাতিক সংবাদদাতাঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার রাশিয়ার ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণসাগরে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিলেও, এর পরপরই মস্কো একযোগে ১০০টিরও বেশি ড্রোন হামলা চালায়।
জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “যুদ্ধবিরতির আলোচনার পর এমন বিশাল হামলা চালানো স্পষ্ট বার্তা যে, মস্কো প্রকৃতপক্ষে শান্তি চায় না।”
এই হামলার ফলে ইউক্রেন ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই পদক্ষেপ ভবিষ্যৎ শান্তি আলোচনার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলতে পারে।