এইচ এম এরশাদ,আন্তর্জাতিক সংবাদদাতাঃ আজ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন—মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর বাঙালিরা পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধের ঘোষণা দেয় এবং স্বাধীন বাংলাদেশের সূচনা করে।
এই বিশেষ দিনটিকে উদযাপন করতে সারা দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির সূচনা হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করছে।
রাজধানী ঢাকাসহ সারাদেশে রয়েছে বিশেষ দোয়া মাহফিল, আলোকসজ্জা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান এবং বীর শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সারা দেশের মানুষ আজ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে সেই সব বীর মুক্তিযোদ্ধাকে, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।