দেলোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ তারুন্যের অহংকার আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান এর নির্দেশনা দেশ মেরামতের ৩১দফা বাস্তবায়নের আলোচনা সভা ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় ১৫ নং টাঙ্গাব ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন কতৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল।
জনাব ইকবাল হোসেন ইকবাল এর সভাপতিত্বে,
জনাব এম দেলোয়ার হোসেন মৃধা-র সঞ্চালনায়....
--প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক দুই দুইবারের সাংসদ আলহাজ্ব মরহুম ফজলুর রহমান সুলতান সাহেব এর সুযোগ্য পুত্র ময়মনসিংহ--১০,গফরগাঁও উপজেলা ও পাগলা থানাবাসীর হৃদয়ের স্পন্দন....
জননেতা জনাব আলহাজ্ব মুশফিকুর রহমান
সাবেক সদস্য,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও সাবেক যুগ্ম আহবায়ক গফরগাঁও উপজেলা বিএনপি।
আরও উপস্থিত ছিলেন...
সেলিম আহমেদ - পৌর বিএনপি, গফরগাঁও।
সৈয়দ সোহেল -যুগ্ম সা:সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল ,
অজহারুল ইসলাম পারভেজ-গফরগাঁও উপজেলা শ্রমিকদল,
নাজমুল হাসান এডিসন, গফরগাঁও উপজেলা যুবদল,
জাহিদ হাসান মুকুট, যুবদল পাগলা থানা ,
আরিফুজ্জামান সুমন, যুবদল পাগলা থানা ,
আবদুল আল রায়হান অপু-সাধারণ সম্পাদক, গফরগাঁও উপজেলা ছাত্রদল।
আরও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা, পাগলা থানা বিএনপির নেতৃবৃন্দ...
দীর্ঘদিন পর প্রিয় নেতার আগমন কে ঘিরে গফরগাঁও ও পাগলা বাসীর প্রাণ প্রিয় নেতাকে বরণ করতে, একনজর দেখতে ও কথা শুনতে হাজারো জনতার ঢল ! বামুনখালি কালির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, টাঙ্গাব ইউনিয়ন, পাগলা থানা, গফরগাঁও।