দেবহাটা প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় সুন্দরবন ট্রান্সপোর্টের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দেবহাটা উপজেলার সখিপুরস্থ দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিনের পরিচালনায় সুন্দরবন ট্রান্সপোর্টের আয়োজনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মুকুল, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, গণমাধ্যমকর্মী ইব্রাহীম হোসেন, ব্যবসায়ীরা সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ। ট্রান্সপোর্টের পরিচালক ফিরোজ হোসেন বলেন, আপনাদের একান্ত সহযোগিতায় আপনাদের পন্য দ্রব্য বিশ্বাস্ত সাথে, নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে পৌছে দেবো।আপনারা আমাদের কাছে ভালো মানের পন্যদ্রব্য আশা করি।