আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার কাশর এলাকায় আরিফ টেক্সটাইল মিলের রাস্তার গেইটে তালা লাগিয়ে দেওয়ায় তিনটি বাড়ির ভাড়াটিয়া অবরুদ্ধ হয়ে পড়েছেন। গত বুধবার (২৬ মার্চ ২০২৫) সকালে কারখানা কর্তৃপক্ষ লোহার দরজায় তালা লাগিয়ে দেওয়ার পর থেকে তারা ঘরবন্দী অবস্থায় আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশর মৌজার ৭৭ দাগে হাজী বেলাল ফকির এবং তার ভাই প্রতিবন্ধী আইনুল ফকিরের দুই একর ৪৬ শতাংশ জমি রয়েছে। এই জমির ওপর বেলাল ফকিরের একটি এবং তার ভাইয়ের দুটি বাড়ি রয়েছে, যেখানে প্রায় ২১টি পরিবার ভাড়ায় বসবাস করে। দীর্ঘদিন ধরে এসব বাড়ির বাসিন্দারা আরিফ টেক্সটাইলের রাস্তা ব্যবহার করে কর্মস্থলে যাতায়াত করতেন।
সম্প্রতি আরিফ টেক্সটাইল কর্তৃপক্ষ রাস্তাটির দুই পাশে সীমানা প্রাচীর নির্মাণ করে এবং দুটি ফটক স্থাপন করে। এরপর সর্বশেষ বুধবার সকালে গেইটে লোহার দরজা বসিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়, ফলে তিনটি বাড়ির ভাড়াটিয়ারা ঘর থেকে বের হতে পারেননি।
ভুক্তভোগী ভাড়াটিয়ারা জানান, তারা বেশিরভাগই স্থানীয় বিভিন্ন কারখানার শ্রমিক। প্রতিদিন কর্মস্থলে যেতে হলেও হঠাৎ গেইটে তালা লাগানোর কারণে তারা ঘর থেকে বের হতে পারছেন না। খাবার, ঔষুধসহ প্রয়োজনীয় জিনিস আনতেও সমস্যা হচ্ছে।
একজন ভাড়াটিয়া বলেন, “আমরা এই রাস্তা দিয়ে বছরের পর বছর যাতায়ত করছি। এখন কোনো নোটিশ ছাড়াই তালা লাগিয়ে দেওয়া হলো। আমরা ঘর থেকে বের হবো কীভাবে?”
হাজী বেলাল ফকির জানান, রাস্তায় তার কিছু জমিও রয়েছে। তিনি শর্তসাপেক্ষে আরিফ টেক্সটাইল কর্তৃপক্ষকে ওই রাস্তা ব্যবহারের সুযোগ দিয়েছিলেন। তবে, ভাড়াটিয়াদের চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় তিনি অসন্তুষ্ট।
আরিফ টেক্সটাইল মিলের জেনারেল ম্যানেজার (জিএম) অবসরপ্রাপ্ত কমান্ডার বশির আহাম্মেদ বলেন, “গেইটে তালা লাগানোর বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে ভাড়াটিয়াদের দুর্ভোগ আরও বাড়বে। এ নিয়ে বাড়ির মালিক ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে আলোচনার প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।