সারাদেশ

আবুল কাশেম নূর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২০ ব্যাচের ইফতার মাহফিল সাফল্যের সাথে সম্পন্ন

  প্রতিনিধি ২৯ মার্চ ২০২৫ , ১:৩৬:৫৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদনঃ উখিয়ার সোনারপাড়া বিচে আবুল কাশেম নূর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এক আনন্দঘন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করেছে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ব্যাচের শিক্ষার্থীরা, যারা বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করেছেন। এর মধ্যে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাহাফুজুর রহমান সাঈদ, চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যয়নরত মোহাম্মদ তানিম এবং উখিয়া উপজেলার গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক আল ফারাবী।

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আদনান, ইউনুস, নাঈমুন হেলাল, আব্বাস, রনি, নুরুল হুদা, জাহেদ, তারেক, সাহির, মিজান, মূসা, ফয়সাল, চামির মোবারক, মেহেদী, মোহাম্মদ, ওয়ালিদ মাহাফুজসহ প্রায় ৬০ জন শিক্ষার্থী।

বিশেষভাবে উল্লেখযোগ্য, ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও এই আয়োজনের অংশ ছিলেন। তাদের মধ্যে দ্রেব্রত ঘোষ ও প্রান্তিক বড়ুয়া সম্প্রীতির নিদর্শন হিসেবে এই ইফতার মাহফিলে যোগ দেন।

পুরো আয়োজনটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। ইফতারের আগে শিক্ষার্থীরা নিজেদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নেন এবং বিদ্যালয়ের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের শেষে সবাই তাদের বন্ধুত্ব এবং বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিত করার আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা।

Author

আরও খবর

Sponsered content