আরিফুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম রেলস্টেশনে ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ঈদযাত্রার প্রথম চারদিনে যাত্রীর চাপ তুলনামূলক কম থাকলেও শুক্রবার (২৮ মার্চ) থেকে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। তবে ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় যাত্রীরা স্বস্তির সাথে গন্তব্যে পৌঁছাতে পারছেন।
রেল কর্মকর্তারা জানান, আজ (২৯ মার্চ) থেকে শুরু হয়েছে টানা ৯ দিনের ছুটি। এ কারণে ঈদের আগ পর্যন্ত ট্রেনে যাত্রীদের ভিড় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার সকালে চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের ব্যস্ততা চোখে পড়ে। যাত্রীরা মালামালসহ ট্রেনে উঠছেন, কেউ কেউ স্ট্যান্ডিং টিকিটের আশায় কাউন্টারে অপেক্ষা করছেন। ট্রেনগুলো নির্ধারিত সময়ে স্টেশন ত্যাগ করছে, ফলে যাত্রীদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না।
সুবর্ণ এক্সপ্রেসের যাত্রী জাকির হোসেন বলেন, “অফিস বন্ধ হয়েছে আজ থেকে। তাই পরিবার নিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছি। ট্রেন সময়মতো ছেড়ে যাচ্ছে, এটা আমাদের জন্য স্বস্তির বিষয়।”
এবারের ঈদযাত্রা শুরু হয়েছে গত সোমবার থেকে। প্রথম চারদিন যাত্রীদের চাপ কম থাকলেও বৃহস্পতিবার থেকে সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। চট্টগ্রাম থেকে প্রতিদিন প্রায় ১৫ হাজার যাত্রী ট্রেনে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন। এজন্য ৯০টি কোচ মেরামত করা হয়েছে। তবে এবার চট্টগ্রাম থেকে অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানোর সুযোগ হচ্ছে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে আন্তঃনগর ট্রেনের মোট আসনের অতিরিক্ত ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রার আগে স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
চট্টগ্রাম রেলস্টেশন মাস্টার ম. শাহাবুদ্দিন বলেন, “যাত্রীদের চাপ আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকায় যাত্রীরা কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন না।”
২৫ মার্চ রেল কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শনে এসে যাত্রীসেবা বিষয়গুলো পর্যালোচনা করেন। তারা আন্তঃনগর ট্রেন গোধুলী ও সোনার বাংলার খাবারের মান যাচাই করেন এবং প্রতিটি কোচে স্টুয়ার্ড, টিটি ও গার্ডদের যথাযথ সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিদর্শনে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুব উর রহমান, সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা নুরে জান্নাত ও অতিরিক্ত চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট তারেক ইমরান উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম রেলওয়ের এই সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে এবারের ঈদযাত্রা যাত্রীদের জন্য স্বস্তির হয়ে উঠেছে।