মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
English
ব্রেকিং নিউজ
নাটোর লালপুরে ঈদের নামাজ শেষে বিএনপি- আ. লীগ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫, আটক ৯ পবিত্র ঈদ-উল ফিতর, উৎসবের আনন্দে মুখরিত বিশ্ব মুসলিম সম্প্রদায় – বিশেষ প্রতিবেদন, বার্তা বিভাগ । বাঘায় বোমা বানাতে গিয়ে উড়ে গেল হাতের কব্জি তারাবাড়িয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত উলিপুরে ইঞ্জিনিয়ার আবু সঈদ জনির ঈদের শুভেচ্ছা তেঁতুলিয়ায় ঈদ উৎসব সম্পন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে করণীয় ও প্রস্তুতি – বার্তা বিভাগ : দৈনিক মুক্তকথন নিউজ। মধুপুরে জুলাই আগষ্টে নিহত দুই শহীদ পরিবারকে ঈদ উপহার প্রদান ঈদের আনন্দ হোক ধনী-গরীব এর সম্পর্কের সেতুবন্ধন প্রবাসীদের ঈদ – দূরত্বের মাঝেও ভালোবাসার বন্ধন

পঞ্চগড়ে সুবিধাবঞ্চিত শিশুদের মেহেদী উৎসব

Muktakathan News
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৮ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে মেহেদী উৎসবে মেতে উঠেছে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু শনিবার (২৯ মার্চ) পঞ্চগড় রেলওয়েস্টেশন চত্বরে স্টেশন এলাকার আশপাশের শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের হাত মেহেদীর আল্পনায় রাঙিয়ে দেন তারা। এতে বাঁধভাঙা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে শিশুরা।

শিশুদের ঈদের রঙে রাঙাতে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলার কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।জানা গেছে, স্টান্ড বাই দ্যা হেল্পস পিপলস নামে একটি সামাজিক সংগঠনের আয়োজনে ও সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়ের সহযোগিতায় দিনব্যাপী এ মেহেদী রাঙা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

২০২১ সালে শুরু করে ৫ম বারের মত আয়োজন করা হয় এই মেহেদী উৎসবের। আর এতে করে সকাল থেকেই বাঁধভাঙা আনন্দ ও উল্লাস চোখে পড়েছে মেহেদী উৎসবে অংশ নেয়া শিশুদের মাঝে।শিশু জুই ও সাদিয়ে সময় সংবাদকে বলে, ‘আমরা সকাল থেকেই স্টেশনে এসে অনেম মজা করছি। ভাইয়া ও আপুরা এসে আমাদের মেহেদী লাগিয়ে দিচ্ছে। এতে খুব আনন্দ লাগছে। আমাদের কেউ কোনোদিন এভাবে কাছে ডেকে হাতে মেহেদীতে রাঙিয়ে দেয়নি।’

আরেক শিশু আখিঁ আক্তার বলেন , ‘গত বছরের মত এবারো আমাদের মেহেদী মাখিয়ে দিয়েছে ভাইয়া ও আপুরা। সাথে খাবার ও ঈদ সালামিও দিয়েছে। খুব ভালো লাগছে।’মেহেদী রাঙা উৎসবে অংশ নেয়া তরুণী খুকু মনি আক্তার তানিয়া, তামান্না জানান, ‘ঈদ মানেই সবার জন্য আনন্দ। এ আনন্দ থেকে কেউ বঞ্চিত হোক তা আমরা চাই না। চেষ্টা করছি ঈদের আনন্দ যেন গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। তাই এই শিশুদের হাত মেহেদীতে রাঙিয়ে দিলাম।’

সামাজিক সংগঠন স্টান্ড বাই দ্যা হেল্পেস পিপলসের সভাপতি রাকিব হাসান বলেন, ‘গত ৫ বছর ধরে আমরা এ আয়োজন করে আসছি। ঈদ সবার জন্য আনন্দের দিন। আমরা সবাই উদ্যোগ নিয়েছি এ বছর নিজে মেহেদী হাতে দেয়ার পাশাপাশি গরিব, অসহায়, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী রাঙা উৎসব পালন করছি।এদিকে উৎসবে অংশগ্রহণ করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী ও জেলা লেডিস ক্লাবের সভাপতি শাকিলা পারভীন। এ বিষয়ে এমন আয়োজনকে আমরা সাধুবাদ জানাই।

আমরা আশা করি জেলার যে সকল সামর্থবান মানুষ রয়েছে তারা সবাই এ ধরণের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াবে।’

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102