আখলাক হুসাইন, সিলেট: শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে শাওয়ালের চাঁদ উঠেছে বলে নিশ্চিত করেছে সৌদি চাঁদ দেখা সম্পর্কিত সংস্থা। তাই আগামীকাল রবিবার (৩০মার্চ) মুসলমানদের সর্ববৃহৎ আনন্দ উৎসব “ঈদুল ফিতর” পালিত হবে। বাংলাদেশ যেহেতু সৌদি আরব থেকে পূর্বে অবস্থিত তাই তুলনামূলক ভাবে বাংলাদেশের আকাশে আরবের একদিন পর চাঁদ উদিত হয়। অতীতের অবিজ্ঞতা থেকে তাই অনুমেয়। তাই ধারণা করা হচ্ছে আগামীকাল রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যেতে পারে এবং সোমবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।