সারাদেশ

ভাতিজার আঘাতে চাচা নিহতের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

  প্রতিনিধি ২৯ মার্চ ২০২৫ , ২:৪৭:০২ প্রিন্ট সংস্করণ

জহিরুল ইসলাম, মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে ভাতিজার ছুরিকাঘাতে চাচা আব্দুল গণি মিয়া (৫০) নামে এক ব্যাক্তি হত্যাকান্ডের ঘটনায় মূল আসামী সোহেল রানাকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।

১৯ শে মার্চ ধোপাঘাটপুর গ্রামে ছুরির আঘাতে নিহত আব্দুল গনি নিহতের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। অভিযুক্ত আসামী সোহেল রানা ধোপাঘাটপুর গ্রামের আব্দুর গফুরের ছেলে।মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সজীব রহমান জানান বিষয়টি নিশ্চিত করে জানান ধৃত আসামীকে যথাযত পুলিশের স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে গত ১৯ মার্চ নিহতের ঘটনায় পারিবারিক সুত্রে জানা যায়, মধ্যনগর উপজেলার ধোপাঘাটপুর গ্রামে বসত বাড়ির সামনে সড়কে মাটি দেয়াকে কেন্দ্র করে গ্রামের আবদুল গণি মিয়ার ভাই আব্দুল গফুরের পরিবারের সদস্যদের মারাপিটের ঘটনা ঘটে। এক পর্যায়ে গফুরের ছেলের হাতে থাকা ধারালো ছুরি (চাকু) দিয়ে চাচা গণি মিয়ার গলায় আঘাত করতে থাকে।
আহত অবস্থায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আব্দুল গণি মিয়াকে মৃত ঘোষণা করেন।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content