পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ২৯ মার্চ) উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলালের উদ্যোগে শহীদ মুস্তাফা খেলার মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই ইফতার মাহফিলে প্রায় ৮ হাজার তার সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে চেয়ারপারসনের দ্রুত সুস্থতা ও দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করে দোয়া করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে মঠবাড়িয়া উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখা এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। এবংবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।