সারাদেশ

মধ্যনগরে কালাগড় ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে কাপড় বিতরণ

  প্রতিনিধি ২৯ মার্চ ২০২৫ , ২:৪৪:১৬ প্রিন্ট সংস্করণ

জহিরুল ইসলাম, মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে কালাগড় ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় ও সুবিধাবাদী মানুষের মাঝে কাপড় বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৭ মার্চ) কালাগড় ইসরাফিল ইবদেতায়ী মাদ্রাসা প্রাঙ্গণে কাপড় সাম বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, মোঃ মতি মিয়া, ফুল চাঁন মিয়া, নজির হোসেন, মাসুদ মিয়া , মান্নান মিয়া, কাউসার আহমেদ সহ উক্ত সংগঠনের অন্যান্য উপদেষ্টামন্ডলী ও সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে কালাগড় ঐক্য কল্যাণ পরিষদ সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ১০ই সেপ্টেম্বর ২০২৪ খ্রি.।

সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, প্রতিষ্ঠা সংলগ্ন থেকেই আবর্তমানবতার কাজে এগিয়ে এসেছে সংগঠননটি। তারই ধারাবাহিকতায় এবারও ঈদ উল ফিতরে ঈদ উপহার নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। শিক্ষা দীক্ষা, গ্রামীণ সহযোগিতায় সব সময় পাশে থাকবে আমাদের সংগঠন।

উক্ত সংগঠনের সংগঠনের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, ঈদ মানেই আনন্দ কিন্তু আমাদের আশপাশে এমন কিছু মানুষ আছে যারা এই ঈদে আনন্দ করতে পারে না। তাদের একটু আনন্দ দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা রাখি ভবিষ্যতেও সমাজের অন্যান্য কার্যক্রমেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content