শিক্ষা ও ক্যাম্পাস

সাতক্ষীরার দেবহাটায় দরদীর উদ্যোগ ইফতার পুনর্মিলন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

  প্রতিনিধি ২৯ মার্চ ২০২৫ , ৫:৫৪:৪৮ প্রিন্ট সংস্করণ

ইব্রহীম হোসেন দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদি। শনিবার (২৯ মার্চ) প্রতিবারের ন্যায় এবারও দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থী সংগঠন দরদি ইফতার পুনমিলনী ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের জন্য গ্রান্ড সংবর্ধনার আয়োজন করা হয়।

 

এতে সংগঠনের সভাপতি সাকিব হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার মো.আসাদুজ্জামান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ (অব.) রিয়াজুল ইসলাম, ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতি সহ-সভাপতি ও ঢাকা আহছানিয়া মিশনের হেল্থ বিভাগের প্রধান ইকবাল মাসুদ, ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি সদস্য সচিব তাহাজ্জাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ব্যাংকার মাজহারুল আনোয়ার, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের সুরাহ কর্মপরিষদের সদস্য দেলোয়ার হোসেন, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ও দরদি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক উপদেষ্টা মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দরদি প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন দরদি’র সাধারণ সম্পাদক জিএম আবু রাহাত। অনুষ্ঠানে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও অতিথিদের উত্তোরী দিয়ে বরণ করা হয়। উল্লেখিত সংগঠনটি শিক্ষা, সমন্বয় ও সেবা স্লোগান নিয়ে দেবহাটা উপজেলা থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কোচিং ও ভর্তি পরীক্ষায় সহায়তা, শিক্ষা উপবৃত্তি, কাউন্সিলিং, সামাজিক, মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

Author

আরও খবর

Sponsered content