মোঃ মনির মন্ডল, সাভারঃ সাভারে ল্যাব হাসপাতালে ভুল চিকিৎসায় হাফিজুর রহমান (৪০) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগে সেবিকা সরকার নামে এক নার্সকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (২৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক মোতাসিম বিল্লা।
ভুল চিকিৎসায় মারা যাওয়া ওই পোশাক শ্রমিকের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তিনি স্ত্রী সন্তান নিয়ে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে শারমিন গ্রুপের একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন।
নিহতের স্ত্রী মালা বেগম জানান, শুক্রবার রাতে তার স্বামী মানিকগঞ্জ থেকে সাভারে আসার পথে সড়ক দুর্ঘটনায় একটি হাত ভেঙ্গে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য সাভারের তালবাগ এলাকায় সিটি ল্যাব হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার পেটে প্রচন্ড ব্যথা অনুভব হলে হাসপাতালের নার্সরা তাকে কয়েকটি ব্যথানাশক ইনজেকশন পুশ করেন। পরে মধ্যরাতে তিনি মারা যান। এ সময় হাসপাতালের ডাক্তার ও নার্সকে খবর দিলে তারা আমাদের নানা ভয়-ভীতি দেখিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান।
পরে বিষয়টি নিহতের পরিবার রাতেই সাভার মডেল থানাকে জানালে পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে এক নার্সকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যপারে সাভার মডেল থানার (এসআই) মোতাসিম বিল্লা বলেন, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে সিটি ল্যাব হাসপাতালের এক নার্সকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে নিহতের পরিবার মামলা করতে রাজি না হওয়ায় লাশ উদ্ধার করা হলেও মর্গে পাঠানো হয়নি।