মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
English
ব্রেকিং নিউজ
নাজিরপুরে ছাত্রদল নেতা হত্যা মামলার আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর ঈদ উল ফিতর উপলক্ষে,পঞ্চগড়ে সড়কে যৌথ বাহিনীর অভিযান আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামে হতদরিদ্র পরিবারে ঈদ উপহার বিতরন করেছে Welfare Of Humanity নাটোর লালপুরে ঈদের নামাজ শেষে বিএনপি- আ. লীগ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫, আটক ৯ পবিত্র ঈদ-উল ফিতর, উৎসবের আনন্দে মুখরিত বিশ্ব মুসলিম সম্প্রদায় – বিশেষ প্রতিবেদন, বার্তা বিভাগ । বাঘায় বোমা বানাতে গিয়ে উড়ে গেল হাতের কব্জি তারাবাড়িয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত উলিপুরে ইঞ্জিনিয়ার আবু সঈদ জনির ঈদের শুভেচ্ছা তেঁতুলিয়ায় ঈদ উৎসব সম্পন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে করণীয় ও প্রস্তুতি – বার্তা বিভাগ : দৈনিক মুক্তকথন নিউজ।

ঈদ-উল-ফিতর উপলক্ষে র‍্যাব-৬ এর সার্বিক নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদার

Muktakathan News
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২২ Time View

ইমাদুল ইসলাম, যশোর জেলা প্রতিনিধিঃ র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ, প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে জনসাধারণের পাশে থেকে সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে । দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদার করে যে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা এবং বিভিন্ন ধর্মীয় উৎসব যথাযথভাবে উদযাপন করতে র‍্যাব সাধারণ মানুষের পাশে সদা তৎপর থেকেছে।

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যাত্রীসেবা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬। পবিত্র ঈদ-উল-ফিতর শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকল্পে নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ২৯ মার্চ ২০২৫ দুপুরে র‌্যাব-৬ এর অধিনায়ক খুলনা শহরের সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড,নিউ মার্কেট এলাকা,রেলওয়ে স্টেশন,খুলনা সার্কিট হাউজ ঈদগা ময়দান,খুলনা লঞ্চ টার্মিনাল সহ বিভিন্ন গুরু্ত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলার অবস্থা পর্যবেক্ষণ করেন।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে র‍্যাব-৬ এর আওতাধীন জেলাগুলোতে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন জনবহুল এলাকায় নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে তাদের বাড়িতে পৌছাতে পারে এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ কোন অনাকাঙ্খিত পরিস্থিতিতে যেন না পড়ে সেজন্য গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, ঢাকা খুলনা মহাসড়কসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিকেট সিন্ডিকেট, কালোবাজারী প্রতিরোধে তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোষ্ট পরিচালনা করা হচ্ছে।

Author

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102