আরিফুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধিঃ ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশির বার্তা। সারা বছরের ক্লান্তি আর গ্লানি ভুলে গিয়ে পরিবার-পরিজনের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর এক অসাধারণ উপলক্ষ হলো ঈদ। সকালবেলার ঈদের নামাজ, নতুন পোশাক, মিষ্টি মুখ আর প্রিয়জনদের আলিঙ্গনে ভরে ওঠে ঈদের দিনটি। কিন্তু এই আনন্দ সবার ভাগ্যে সমানভাবে জোটে না। বিশেষ করে যারা প্রবাসে দিন কাটাচ্ছেন, তাদের কাছে ঈদ এক অন্যরকম অনুভূতির নাম।
প্রবাসীদের ঈদ মানেই একাকীত্বের সঙ্গী হয়ে বেঁচে থাকা। হাজার মাইল দূরে থেকে পরিবার-পরিজনের হাসি, আনন্দ আর খুশির মুহূর্তগুলো কেবলই স্মৃতির পাতায় বন্দী হয়ে থাকে। তারা যখন ফোনের স্ক্রিনে পরিবারকে হাসতে দেখেন, তখন নিজের অজান্তেই চোখের কোণে জমে ওঠে অশ্রু। নিজের সন্তানকে আদর করার পরিবর্তে ভিডিও কলে হাসিমুখে কথা বলা ছাড়া আর কোনো উপায় থাকে না। মা-বাবার হাত ধরে ঈদের নামাজ পড়ার আনন্দ কিংবা ভাই-বোনের সঙ্গে খুনসুটি করার মুহূর্তগুলো যেন অধরা স্বপ্ন হয়ে যায়।
ঈদের দিন সকালে যখন পরিবারের সবাই একসঙ্গে ঈদের নামাজ পড়তে যান, তখন প্রবাসীরা হয়তো কর্মক্ষেত্রে কাজ করছেন। কিংবা কেউ হয়তো নির্জন এক রুমে বসে পরিবারের ফোন কলের অপেক্ষায় থাকেন। পরিবারে যখন উৎসবের আমেজ ভাসে, তখন প্রবাসীরা হয়তো কর্মব্যস্ততার চাপে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে থাকেন। নিজের জন্য নয়, বরং পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারা এই কষ্ট হাসিমুখে বরণ করে নেন। ঈদের খুশি ভাগ করে নেওয়ার মানুষ না থাকলেও, মনের গভীরে লুকিয়ে রাখা স্বপ্ন আর ভালোবাসাই তাদের চলার অনুপ্রেরণা হয়ে থাকে।
প্রবাসীদের এই ত্যাগ ও কষ্টের গল্প হয়তো সবার সামনে আসে না, কিন্তু তাদের অবদান আমাদের সমাজ ও পরিবারে অনস্বীকার্য। বিদেশের মাটিতে কঠোর পরিশ্রমের মাধ্যমে যে অর্থ তারা দেশে পাঠান, তা শুধু একটি পরিবারের নয়—একটি দেশের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করে। তবুও তারা নিঃস্বার্থভাবে কাজ করে যান, প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য।
ঈদ মানেই আপনজনদের সঙ্গে কাটানো কিছু মূল্যবান মুহূর্ত। কিন্তু প্রবাসীদের জন্য এই মুহূর্তগুলো যেন অধরাই থেকে যায়। পরিবার থেকে দূরে থাকলেও প্রবাসীদের হৃদয়ের টান কখনো কমে না। তারা মনে-প্রাণে চান, ঈদের দিনটিতে প্রিয়জনদের সান্নিধ্যে থাকতে। কিন্তু বাস্তবতা ভিন্ন। তবুও তারা আশা করেন, একদিন সব বাধা পেরিয়ে তারা আবার পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারবেন।
প্রবাসে থাকা সকল ভাই-বোনদের জন্য রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা। আপনারা আমাদের গর্ব। আপনাদের এই ত্যাগ, এই পরিশ্রম, এই আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা দেয়। ঈদের এই আনন্দ আপনাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ আপনাদের সুস্থ ও নিরাপদ রাখুন, আপনার কষ্ট ও ত্যাগের প্রতিদান দিক দ্বিগুণ আনন্দ দিয়ে।
সব প্রবাসীদের জানাই হৃদয়ের গভীর থেকে ঈদ মোবারক! আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদের এই আনন্দ আপনাদের জীবনেও ছড়িয়ে পড়ুক।