উৎসব অনুৃষ্ঠান

মঠবাড়িয়ায় আশ্রয়ন প্রকল্পের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে মেহেদি উৎসব

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২৫ , ১১:১০:০৪ প্রিন্ট সংস্করণ

পিরোজপুর প্রতিনিধি:- এক দিন পরেই পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। ঈদ কে ঘিরে শিশুদের আগ্রহের শেষ থাকে না। তাদের বায়না মেটাতে সাধ্যমতন চেষ্টা করেন অভিভাবকরা ও। তবুও বঞ্চিত থেকে যায় সমাজের অসহায় পথশিশু ও সুবিধা বঞ্চিত শিশুরা।সুবিধা বঞ্চিত এই শিশুদের ঈদের রঙে রাঙাতে তাদের নিয়ে মেহেদি উৎসব করেছে স্বেচ্ছাসবী সংগঠন স্বপ্নের মুক্তি ফাউন্ডেশন।

রবিবার ( ৩০ মার্চ) সকাল সাড়ে দশটায় বড় মাছুয়া আশ্রয়ন পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেহেদী উৎসবের আয়োজন করা হয়। সময় সংগঠন সদস্যরা উপস্থিত ছিলেন যারা- নাবিলা তাসনিম,অমিত কুমার, আবু হেনা রনি,নাবিলা জান্নাত,রুভেল খান,মাসুম বিল্লাহ,রাফসান মাহমুদ দিপু,সাইফুল ইসলাম, বেল্লাল হোসেন ,রাসেল রায়হান ,নাদিয়া ,রেজাউল ,একা মনি ,সিনথিয়া,কারিমা,শাহরুখ খান,সুমাইয়া,উম্মে জাহান ,শানু প্রমুখ

নারী স্বেচ্ছাসেবকরা প্রায় ৭০-৮০ অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের হাতে মেহেদি রঙে আল্পনায় রাঙিয়ে দেন। এ সময় শিশুরা বাঁধভাঙা উচ্ছাসে মেতে উঠে।

মেহেদি উৎসবে অংশ নেওয়া শিশু সেতু আক্তার উচ্ছাস প্রকাশ করে বলেন ঈদের আগে দিন মেহেদি দিতে পেরে অনেক ভালো লাগছে।

আরেক শিশু সানজিদা বলেন মেহেদি উৎসবে অংশ নিয়ে তার ভালো লাগছে।এভাবে সুন্দর ভাবে মেহেদি দিতে পেরে সে অনেক আনন্দিত।

সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লা আল আভি বলেন আগামীকাল ঈদুল ফিতর। দিনটি সবার জন্য আনন্দের। আমরা চেষ্টা করছি ঈদের আনন্দ যেন গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। তাই এই শিশুদের হাতে মেহেদী রাঙিয়ে দিলাম। প্রতি বছর বাড়িতে ছোট ভাই বোনদের হাতে মেহেদী রাঙিয়ে দিই। তবে এবার সুবিধা বঞ্চিত শিশুদের হাতে মেহেদী রাঙিয়ে দিয়ে অনেক ভালো লাগছে।

Author

আরও খবর

Sponsered content