মোঃ আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা বড়ধুল ইউনিয়ন তারাবাড়িয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহৎ এই জামাতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
আজ সোমবার (৩১ মার্চ ) সকাল ৯টায় কেন্দ্রীয় তারাবাড়িয়া ঈদগাহ মাঠে নামাজ শুরু হয়, যেখানে শত শত মুসল্লি সমবেত হয়ে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। নামাজে ইমামতি করেন তারাবাড়িয়া জামে মসজিদের ইমাম জনাব মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী। তিনি বলেন- আমরা দীর্ঘ একমাস সিয়াম সাধনায় যে শিক্ষা অর্জন তা বাকি এগারো মাস আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। তিনি আরো বলেন- আমাদের সকল প্রকার অন্যায় অপরাধ এবং যেকোনো ধরনের মাদক থেকে দুরে থাকতে হবে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সম্প্রীতির বন্ধন দৃঢ় করেন।
নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। ঈদগাহ কমিটির সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
স্থানীয়দের মতে, প্রতিবছরের মতো এবারও ঈদগাহ মাঠে নামাজ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং সবার মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে। ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক আনন্দঘন দিন, যা একে অপরের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ায়।